বিসিএস সিলেবাসটা এমন যে কেউ Bank Preparation নিলে বিসিএস
হয় না (বা BCS এ পাশ করতে আদু ভাই হতে হয়! ) বিসিএসের জন্য
পড়লে Bank Preparation হয় না। একটা মেধাবী ছাত্র এত পড়েও চাকরি পেতে
অনেক সময় লাগে বা অন্য পথে চলে যায়।
এছাড়া, একজন বিসিএস ক্যাডার তার প্রশাসনিক
জীবনে এ বাস্তবিক ইস্যু এবং সমস্যার মধ্য দিয়ে যায়। এছাড়া
তাদের Training,
Foreign trip, Foreign degree করা লাগে।
তাই বিসিএস সিলেবাসটা practical, updated, market
oriented উচিত। যাতে আমাদের
ক্যাডারগণ বিশ্ববাজারে কম্পিটিটিভ হতে পারে।
# যদি বিসিএস প্রিলি সিলেবাসটা এমন হত
ইংরেজি - ২০
বাংলা - ১০
সাধারণ
জ্ঞান (বাংলাদেশ + আন্তর্জাতিক +
ভুগোল) - ২০
কম্পিউটার ও
তথ্যপ্রযুক্তি - ২০
গাণিতিক যুক্তি - ১০
মানসিক দক্ষতা - ১০
সুশাসন ও নৈতিকতা – ১০
মোটঃ ১০০
সোমিত্র শেখর স্যারের মত আমিও বিসিএস প্রিলিতে ২০০ মার্কসের পক্ষে নই!
কারণ এতে SMS Party প্রবণতা বেড়ে যায়। ২ ঘণ্টা সময়
অনেক কিছু হতে পারে। সব সেন্টারে ঠিকমতো গার্ড দেয়া হয় না। অনেকে মোবাইল নিয়ে পরীক্ষা
দেন!
বর্তমান নতুন সিলেবাস অনুযায়ী বিসিএস প্রিলি (নম্বর বিভাজন)
বাংলা
ভাষা ও সাহিত্যে - ৩৫
ইংরেজি
ভাষা ও সাহিত্যে - ৩৫
বাংলাদেশ
বিষয়াবলি - ৩০
আন্তর্জাতিক
বিষয়াবলি - ২০
ভুগোল
(বাংলাদেশ ও বিশ্ব),পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় - ১০
সাধারণ বিজ্ঞানে - ১৫
সাধারণ বিজ্ঞানে - ১৫
কম্পিউটার
ও তথ্যপ্রযুক্তি - ১৫
গাণিতিক
যুক্তি - ১৫
মানসিক
দক্ষতা - ১৫
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন – ১০
মোটঃ ২০০
বর্তমান সিলেবাসে তুলনামুলকভাবে বাংলা ও সাধারণ জ্ঞান এর
মার্কস বেশি, যেটা মুখস্ত বিদ্যাকে প্রশ্রয় দেয়।
অথচ
গাণিতিক
যুক্তি ও মানসিক
দক্ষতা এর মার্কস একসাথে মাত্র ৩০!
বর্তমানে
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির
ব্যবহার ও গুরুত্ব দিনে দিনে বেড়ে যাচ্ছে তাই এর মার্কস ও বাড়ানো উচিত।
প্রশাসনে সুশাসন না থাকলে এবং প্রশাসকগণ নৈতিকতা বিবর্জিত থাকলে পুরো সিস্টেমে নষ্ট হয়ে যাবে।
তাই বিসিএস প্রিলি ও রিটেন এ ইংরেজি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, কম্পিউটার
ও তথ্যপ্রযুক্তি কে অধিক গুরুত্ব দিয়ে সিলেবাস
করা উচিত।
# যদি বিসিএস লিখিত সিলেবাসটা এমন হত
ইংরেজি – ২০০
কম্পিউটার ও
তথ্যপ্রযুক্তি – ১০০
গাণিতিক যুক্তি - ১০০
মানসিক দক্ষতা – ১০০
সাধারণ
জ্ঞান (বাংলাদেশ + আন্তর্জাতিক +
ভুগোল) - ২০০
সুশাসন ও নৈতিকতা – ১০০
মোটঃ ৮০০
বর্তমান নতুন সিলেবাস অনুযায়ী বিসিএস
লিখিত (নম্বর বিভাজন)
বাংলা
ভাষা ও সাহিত্য - ২০০
ইংরেজি
ভাষা ও সাহিত্য - ২০০
বাংলাদেশ
বিষয়াবলি - ২০০
আন্তর্জাতিক
বিষয়াবলি - ১০০
বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি -১০০
বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি -১০০
গাণিতিক
যুক্তি ও মানসিক
দক্ষতা – ১০০
কোন
সদয়বান ব্যক্তি কি বিষয়টি যথাযথ কর্তপক্ষকে জানাতে পারবেন ?