Showing posts with label Opinion. Show all posts
Showing posts with label Opinion. Show all posts

Thursday, 18 January 2018

Do I Have to Take Nude Picture or Videos?

There are some issues that make me confused? There are so many news, reports, incidents of blackmailing girls, harassing girls with their private pictures or videos. These things are repeatedly repeated! And they continually continue:

1)    sharing nude contents on social media,
2)    taking and keeping naked pictures & videos on smartphone/ computer,
3)    sending naked pictures to the boyfriend

The price of common sense – 

>>> What do you think of your boyfriend? Is he an angel? He will show your private pictures or videos to their friends. He may keep those contents to blackmail you in the future. He can force you to give him money or other things you do not want to do. So you have to be careful. Or your boyfriend can be changed! Haven’t you heard about the incident of actress Prova?

>>> Your husband or partner may be faithful to you but their phone/ laptop can be stolen or hacked. The thief or hacker can leak your pictures. That is the reason you must not keep your private pictures and videos on your mobile phone. You may sell your old phone but there are some software that can recollect your deleted photos.

>>> Mobile apps take your content from your mobile and you will never know. We accept apps’ terms and conditions blindly when we install any application on our smartphone.

>>> Don't go nude in skype/ IMO chats because it can be recorded. Notorious people are everywhere to upload your videos or pictures on indecent websites.

We have to think about it. One silly mistake can ruin our jolly life.


Please share your opinion in the comments. Your thoughts are valuable to us. 

এত এ প্লাস লইয়া আমরা কি করিবো?

এখন আমরা শায়েস্তা খানের আমলে বাস করতেছি।
তবে এখন  টাকায়  মন চাল পাওয়া যায় না কিন্তু খুব সস্তায়  প্লাস পাওয়া যায়।বিভিন্ন রকমের দুইনম্বরি করে বাচ্চারা এখন  প্লাস পাচ্ছে আর দুর্নীতি শিখছে খুব অল্প বয়সেপত্রিকা আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের করুণ চিত্র। 
সস্তা  জিপিএ ফাইভ দিয়ে হাল চোয়ানো

পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরিক্ষা গুলোতে  এত এত GPA-দিয়ে কি হবেপ্রশ্ন ফাঁসপরীক্ষা হলে উত্তর বলে দেয়াঅবাধে দেখা দেখি করাখাতায় বেশি মার্কসইত্যাদি এখনকার ছাত্রদের পড়ালেখার প্রতি অনাগ্রহ সৃষ্টি করছে।এখন বাংলালিংক দামে A+ দেয়া হয়এরা কম পড়ালেখাকম কাজের অভ্যাস হয়ে যাবে।বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে ভার্সিটির বই ঠিক মত পড়তে এদের অনেক সমস্যা হবে

অতি সহজে GPA 5  দিয়ে আমরা ওদের  ভবিষ্যত নষ্ট করছি নাআমরা কি বিশ্বে অন্যান্য দেশ থেকে পিছিয়ে পড়ছি নাআমরা কি আরও বেঁকার তৈরি করছি?  আই এম জিপিএ ফাইভ পাওয়া ছাত্রছাত্রীরা (I am GPA 5!) বাহিরে গেলে আমাদের দেশের ভাবমূর্তি নস্ট করবে।

Tuesday, 16 January 2018

ব্যাংক সমন্বিত পরীক্ষা যেভাবে হওয়া উচিৎ

ইদানিং পরীক্ষার নামে খুব বেশি অরাজকটা হচ্ছে। শুধুই সস্তার তিন অবস্থা নয় আরও সমস্যা আছে তাই আগে থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটিকে ফাইনান্সিয়ালি এবং ম্যানেজারিয়ালি শক্ত হতে হবে। বিপিএসসি এর মত একটা শক্তিশালী আলাদা প্রতিষ্ঠান করা যেতে পারে।

ব্যাংক সমন্বিত-পরীক্ষা জন্য সুপারিশ:
1. ৮ বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র হবে। এতে পরীক্ষার্থীর টাকা, টাইম বাঁচবে।

2. এপ্লিকেশন ফি হিসেবে ৩০০-৫০০ টাকা নেয়া যেতে পারে।

3. ৩০-৫০ সেট প্রশ্ন করা হবে এবং সেটা পরীক্ষা শুরুর কিছু সময় সিলেক্ট করে প্রিন্ট করা হবে।

4. একই দিনে এমসিকিউ + লিখিত পরীক্ষা। যারা এমসিকিউ টেস্টে পাশ করতে পারবে না তাঁদের লিখিত পরীক্ষার খাতা দেখা হবে না।

5. ক্যাডার  চয়েস এর মত পরীক্ষার্থীরা এপ্লিকেশন করার সময় ব্যাংকের লিস্ট থেকে ,, ......... ১০ নির্বাচন করবে।  

6. পিএসসির মডেল গ্রহন করা যেতে পারে।

7. ভালো রেজাল্ট অনুযায়ী সিলেকশন করা হবে।

8. একটা ওয়েটিং লিস্ট রাখা যাতে পাশ করা ব্যাক্তিদের পরে চাকরির জন্য ডাকা যায়।

9. নন ক্যাডার এর মত ভাইবা পাশ করা বাকিদের ব্যাংকের অন্যান্য পোস্টে যেমন অফিসার (সাধারণ/ ক্যাশ) চাকরি দেয়া যেতে পারে।

### এতে করে এক পরীক্ষার্থীর বার বার ঢাকা আসা লাগবে নাএক সাথে অনেকগুলো ব্যাংকের পরীক্ষা নেয়ার কারণে এক ছাত্র/ছাত্রীকে বার বার এক্সাম দিতে হবে না।

আপনাদের মতামত? 
কমেন্টে জানান আমাদেরকে। 

Saturday, 13 January 2018

কখন থেকে বিসিএস ব্যাংক চাকরির পড়াশুনা শুরু করব?

আমি বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষের ছাত্র/ ছাত্রী আমি আমার ক্যারিয়ার গড়ার জন্য কিভাবে আগাবো

কখন থেকে বিসিএস/ ব্যাংক চাকরির জন্য পড়া শুরু করব?

এমন প্রশ্ন অহরহ আমাদের কাছে আসে। এখন বিসিএস উন্মাদনায় অনেকে বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষ থেকে চাকরির পড়াশুনা শুরু করতে চায়।

চাকরির পড়াশুনা শুরু মোক্ষম সময়ঃ
বিসিএস বা ব্যাংক চাকরির জন্য ৩য়/ ৪র্থ বর্ষের শুরু থেকে পড়া উচিৎ। 


বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকে টিউশনি করতে হবে/ কোচিং সেন্টারে ক্লাস নিতে হবে ক্লাস - ১২ এর ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান পড়াতে হবে। এতে আপনার টাকা পয়সা কামানো হল পাশাপাশি চাকরির পড়াশুনায় হেল্প হল কারণ বিসিএস বা ব্যাংক চাকরি পরীক্ষার প্রশ্ন এই সব বই থেকেও আসে। 
আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষ থেকে চাকরির পড়াশুনা শুরু করেন তাহলে আপনার প্রায় একই পড়া - বছর পড়তে হবে। এতে আপনি শেষ সময়ে বিরক্ত হয়ে যাবেন। পড়ালেখাকে তিতা মনে হবে।


আর সাথে সাথে নিজ ডিপার্টমেন্টের পড়াশুনা করতে হবে। মিনিমাম সিজিপিএ না থাকলে তো আপনি অনেক চাকরিতে আবেদনই করতে পারবেন না। কমপক্ষে .২৫ রাখবেন। এছাড়া ভালো (CGPA 3.25 minimum) থাকলে চাকরির ভাইভায় একটা ভালো ইম্প্রেশন তৈরি হয়।

নিজ ডিপার্টমেন্টের সকল পরিক্ষা ইংরেজি মাধ্যমে দিবেন এতে আপনার ইংলিশ রাইটিং স্কিল অনেক ভালো হয়ে যাবে।


ভার্সিটির ক্যারিয়ার ক্লাবে যোগদান করবেন এবং সেখানে একটিভ থাকবেন। এধরনের ক্লাব বিভিন্ন জব ফেয়ার করে, সেখানে নিজের সিভি ড্রপ করলে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।