Showing posts with label Consultation. Show all posts
Showing posts with label Consultation. Show all posts

Saturday, 13 January 2018

কখন থেকে বিসিএস ব্যাংক চাকরির পড়াশুনা শুরু করব?

আমি বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষের ছাত্র/ ছাত্রী আমি আমার ক্যারিয়ার গড়ার জন্য কিভাবে আগাবো

কখন থেকে বিসিএস/ ব্যাংক চাকরির জন্য পড়া শুরু করব?

এমন প্রশ্ন অহরহ আমাদের কাছে আসে। এখন বিসিএস উন্মাদনায় অনেকে বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষ থেকে চাকরির পড়াশুনা শুরু করতে চায়।

চাকরির পড়াশুনা শুরু মোক্ষম সময়ঃ
বিসিএস বা ব্যাংক চাকরির জন্য ৩য়/ ৪র্থ বর্ষের শুরু থেকে পড়া উচিৎ। 


বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকে টিউশনি করতে হবে/ কোচিং সেন্টারে ক্লাস নিতে হবে ক্লাস - ১২ এর ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান পড়াতে হবে। এতে আপনার টাকা পয়সা কামানো হল পাশাপাশি চাকরির পড়াশুনায় হেল্প হল কারণ বিসিএস বা ব্যাংক চাকরি পরীক্ষার প্রশ্ন এই সব বই থেকেও আসে। 
আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষ থেকে চাকরির পড়াশুনা শুরু করেন তাহলে আপনার প্রায় একই পড়া - বছর পড়তে হবে। এতে আপনি শেষ সময়ে বিরক্ত হয়ে যাবেন। পড়ালেখাকে তিতা মনে হবে।


আর সাথে সাথে নিজ ডিপার্টমেন্টের পড়াশুনা করতে হবে। মিনিমাম সিজিপিএ না থাকলে তো আপনি অনেক চাকরিতে আবেদনই করতে পারবেন না। কমপক্ষে .২৫ রাখবেন। এছাড়া ভালো (CGPA 3.25 minimum) থাকলে চাকরির ভাইভায় একটা ভালো ইম্প্রেশন তৈরি হয়।

নিজ ডিপার্টমেন্টের সকল পরিক্ষা ইংরেজি মাধ্যমে দিবেন এতে আপনার ইংলিশ রাইটিং স্কিল অনেক ভালো হয়ে যাবে।


ভার্সিটির ক্যারিয়ার ক্লাবে যোগদান করবেন এবং সেখানে একটিভ থাকবেন। এধরনের ক্লাব বিভিন্ন জব ফেয়ার করে, সেখানে নিজের সিভি ড্রপ করলে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

Saturday, 3 October 2015

বিশ্ববিদ্যালয়ে কি করা উচিত না

বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে অনেকের অনেক ফ্যান্টাসি কাজ করে। অনেকগুলো ফিলিংস এক সাথে কাজ করে। মাত্র কলেজ জীবন থেকে পার হওয়া। এই সময় সহজে অনেক ভুল করা হয়ে যেতে পারে তাই সাধু সাবধান!

যে সকল কাজ করা যাবে না


কারো সাথে বেয়াদবি করবে না। এর সাজা একদিন সেই ক্যাম্পাসেই পেতে হবে।
২ - মদ/ গাজা/ সিগারেট থেকে দূরে থাকুন। কারো সাথে রাগ/ অভিমান বা চ্যালেঞ্জ করেও এগুলোতে হাত দিবে না।
ভাব দেখাবে না। এটা তোমার নিচু মন মানসিকতার প্রমান দিবে।
রাজনীতি এবং প্রেম দুটোই ভয়ংকর, সাবধান !
নেগেটিভ কথা বলে এমন মানুষ হতে দূরে থাকবে।



বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে কি করা উচিত

কলেজ জীবন থেকে পার হয়ে নতুন অধ্যায় বিশ্ববিদ্যালয় জীবন।  ইহা এক বড় অধ্যায়! এখান থেকে তুমি হতে পার বিখ্যাত/কুখ্যাত বা নোবডি। তাই ভেবে চিন্তে কাজ করা উচিত।

কি করতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে

নিজের ডিপার্টমেন্টের খোঁজ-খবর রাখতে হবে।    
সবার  সাথে সুসম্পর্ক রাখবে। এটা ভবিষ্যতে কাজে লাগবে।
স্যাররা যেসব রেফারেন্স বইয়ের নাম দিবে সেগুলো কাছে রাখবে ।
১ম/২য় স্থান অধিকারী বড় ভাই/ আপু সাথে পরামর্শ করবে ও তাদের থেকে নোট নিবে ।
ডিপার্টমেন্টে কোন দায়িত্ব পেলে খুব ভালোভাবে তা সম্পন্ন করবে।

কি করা উচিত

১ - extra co-curricular activities  এর সাথে জড়িত থাকবে। কারণ এটা তোমার মন, শরীরকে ফ্রেশ ও প্রাণবন্ত রাখবে। তোমার মানসিক উন্নয়নে কো-কারিকুলারের ভুমিকা অনেক।
NGO Job ও বিদেশে স্কলারশিপে এর ভুমিকা অনেক।
কিছু সংঘের নামঃ  আইটি ক্লাব, ট্যুরজম ক্লাব, বাঁধন ইত্যাদি।  

২ - হলে থাকলে রাজনৈতিক বড় ভাইদের  সাথে সম্পর্ক রাখা উচিত।  

টিউশনি করে কিছু ইনকাম J