Showing posts with label College. Show all posts
Showing posts with label College. Show all posts

Transcripts & Certificates: How to Collect Main Copies and Attested Copies from Your Educational Institutes


Transcripts (Mark Sheets), Certificates (Diploma): Getting Main Copies & Attested Copies from Your Educational Institutes in Bangladesh
  
Collecting certificates and transcripts are the long term system and attestation process is a time-consuming process. So, you should take your steps in advance.

সার্টিফিকেট দিয়ে কাগজের ঠোংগা বানাবে!

যে হারে প্রশ্ন ফাঁস আর নকল হচ্ছে তাতে বর্তমান ছাত্র ছাত্রীদের সার্টিফিকেট আর সার্টিফিকেট থাকবে না, তা হয়ে যাবে সাধারণ কাগজ। মানুষের চাহিদার শেষ নাই! এখন ছাত্রদের শুধু অগ্রিম প্রশ্ন পেলেও চলে না উত্তর লাগবে! কদিন পর এরা বলবে এদের পরীক্ষা ওদের শিক্ষক বা বাবা-মা দিয়ে দিতে। পরীক্ষা দেয়া তো কষ্টকর।

ভিডিওতে ছেলেটা এমনভাবে বলতেছে  যেনো পরিক্ষার আগে প্রশ্ন পাওয়া এবং তার ঠিক উত্তর পাওয়া তার সামাজিক অধিকার, নৈতিক অধিকার  

বর্তমান (২০১৮) এসএসসি পরীক্ষায় নকল প্রতিরোধে ব্যবস্থা নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষেপে গিয়ে ভাঙচুর চালিয়েছে। পরীক্ষা শেষে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের তাণ্ডবে যোগ দেয় বহিরাগতরাও। যাদুরচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটে। সময় দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেড় ঘণ্টা অবরুদ্ধ করেও রাখা হয়। এই শিক্ষার্থীরা আর অভিভাবকদের লইয়া আমরা কী করিব?

সংযুক্তি


এক কেন্দ্রে সন্তানদের হাতে ফাঁস হওয়া এমসিকিউ উত্তর লেখা কাগজ বানকল দিয়ে দেন যোগ্য অক্লান্ত কর্তব্যপরায়ণ অভিভাবক।

Do I Have to Take Nude Picture or Videos?

There are some issues that make me confused? There are so many news, reports, incidents of blackmailing girls, harassing girls with their private pictures or videos. These things are repeatedly repeated! And they continually continue:

1)    sharing nude contents on social media,
2)    taking and keeping naked pictures & videos on smartphone/ computer,
3)    sending naked pictures to the boyfriend

The price of common sense – 

>>> What do you think of your boyfriend? Is he an angel? He will show your private pictures or videos to their friends. He may keep those contents to blackmail you in the future. He can force you to give him money or other things you do not want to do. So you have to be careful. Or your boyfriend can be changed! Haven’t you heard about the incident of actress Prova?

>>> Your husband or partner may be faithful to you but their phone/ laptop can be stolen or hacked. The thief or hacker can leak your pictures. That is the reason you must not keep your private pictures and videos on your mobile phone. You may sell your old phone but there are some software that can recollect your deleted photos.

>>> Mobile apps take your content from your mobile and you will never know. We accept apps’ terms and conditions blindly when we install any application on our smartphone.

>>> Don't go nude in skype/ IMO chats because it can be recorded. Notorious people are everywhere to upload your videos or pictures on indecent websites.

We have to think about it. One silly mistake can ruin our jolly life.


Please share your opinion in the comments. Your thoughts are valuable to us. 

এত এ প্লাস লইয়া আমরা কি করিবো?

এখন আমরা শায়েস্তা খানের আমলে বাস করতেছি।
তবে এখন  টাকায়  মন চাল পাওয়া যায় না কিন্তু খুব সস্তায়  প্লাস পাওয়া যায়।বিভিন্ন রকমের দুইনম্বরি করে বাচ্চারা এখন  প্লাস পাচ্ছে আর দুর্নীতি শিখছে খুব অল্প বয়সেপত্রিকা আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের করুণ চিত্র। 
সস্তা  জিপিএ ফাইভ দিয়ে হাল চোয়ানো

পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরিক্ষা গুলোতে  এত এত GPA-দিয়ে কি হবেপ্রশ্ন ফাঁসপরীক্ষা হলে উত্তর বলে দেয়াঅবাধে দেখা দেখি করাখাতায় বেশি মার্কসইত্যাদি এখনকার ছাত্রদের পড়ালেখার প্রতি অনাগ্রহ সৃষ্টি করছে।এখন বাংলালিংক দামে A+ দেয়া হয়এরা কম পড়ালেখাকম কাজের অভ্যাস হয়ে যাবে।বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে ভার্সিটির বই ঠিক মত পড়তে এদের অনেক সমস্যা হবে

অতি সহজে GPA 5  দিয়ে আমরা ওদের  ভবিষ্যত নষ্ট করছি নাআমরা কি বিশ্বে অন্যান্য দেশ থেকে পিছিয়ে পড়ছি নাআমরা কি আরও বেঁকার তৈরি করছি?  আই এম জিপিএ ফাইভ পাওয়া ছাত্রছাত্রীরা (I am GPA 5!) বাহিরে গেলে আমাদের দেশের ভাবমূর্তি নস্ট করবে।

Grammar Mistakes: Correct your English Writing (Auto) without any Help (Free!)

How do you fix English grammar and spelling mistakes easily at home for free?

In this post, you will learn how to correct and improve your English writing mistakes without anyone's assistance or help.


We write in English for different reasons but if there is a mistake in writing there will be many problems:

## If the Facebook status is wrong, the dignity will go away in front of everyone.

## For the exam, we practice writing essays, articles, paragraphs at home. However, if no one corrects the writing we will make the same mistake again and again. Even if there is no good teacher at home, we can verify ourselves through Grammarly.

## If you make mistakes in the assignment, online exam the number will be reduced.

## If you want to apply for some jobs, you have to email while working. And if you make a mistake in the email, you will face a bad attitude of the boss of that company which is not desirable at all.

## The value of blogging, research, will also be decreased.



Even if there is no English teacher / big brother who knows English well, we can verify ourselves at home through Grammarly. So when writing English online or offline (Assignment, Facebooking, Status update, Article writing, proofreading, email writing) check the grammar and spelling from Grammarly to absolutely free !!!



1. First, you have to give an email address then

2. Type your password

3. Give a Profile Name

In fact, this account creation is easier than opening a Facebook account!



>> check English grammatical errors and make corrections,

>> fix spelling mistakes & do correction etc.


Grammarly has both free and premium version and you can buy it to get more advanced features. To know more about the new and updated features - go to the link or video

proof reading by grammarly

It is very well known that you cannot go further without knowing English well.  English is the language of expression for some. But English is an international language, the language of computers, the language of many good books and the language needed for higher education. So there is no alternative to pure English.  To get a job, you need to know good English. 

পরিক্ষার হলে কি করবেন আর কি করবেন না

পরিক্ষার হলে কি কি করা যাবে এবং কি করা যাবে নাঃ

# # প্রশ্ন পাওয়ার সাথে সাথে অবশ্যই ইন্সট্রাকশনগুলো দেখে নিতে হবে

# # উত্তরপত্র সঠিকভাবে পুরন করতে হবে কারণ কোনও ভুল হলে নতুন/ এক্সট্রা উত্তরপত্র দেয়া হবে না

# # প্রশ্ন বেশি কঠিন হলে?
মনে  রাখবেন কঠিন প্রশ্ন সবার জন্যই কঠিন। টেনশন আপনার কোনো উপকারে আসবে না। আর চিন্তা করুন -  আল্লাহ যা করে ভালোর জন্যই করে/ All is well.

# # সব প্রশ্নের মান সমান তাই যে সকল প্রশ্নে টাইম কম লাগে সে সকল প্রশ্নের উত্তর আগে লেখাই ভালো

# # কোন প্রশ্ন না পারলে/ কনফিউশন মনে করলে সেটাতে সময় বেশি না দিয়ে একটা চিহ্ন (*#!/?) দিয়ে পরের প্রশ্নে চলে যান।  পরে সময় পেলে চিহ্ন অনুযায়ী আবার এটা দেখে উত্তর দিন।  

# # একের অধিক কলম ও পেন্সিল, রাবার নিয়ে যাবেন এবং নিয়ম অনুযায়ী মোবাইল, ক্যালকুলেটর, অন্যান্য ইলেকট্রনিকস  নিবেন না পরিক্ষার কেন্দ্রে। এডমিট কার্ড, আইডি নিতে যেন ভুল না হয়। দরকার হলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওই প্রতিষ্ঠানের লেটেস্ট রিকয়ারমেন্ট দেখে নিন। 

# # এক্সাম চেন্টারে কারো সাথে বন্ধুত্ব পাতানো দরকার নেই। আমি আপনাকে ইংরেজি দেখাবো আর আপনি আমাকে অংক দেখাবেন – এগুলো অনেক রিস্কি। কারণ আপনার নতুন করা বন্ধু আপনাকে ভুল উত্তর দিতে পারে আর এই সকল পরিক্ষায় একে অপরের কম্পিটেটর।

# # পরিক্ষা হলে যাওয়ার আগে লাল চা খেয়ে ব্রেইনকে চাঙ্গা করতে পারেন।

# # পরিক্ষা কেন্দ্রের রুমে যাওয়ার আগে টয়েলেটে গিয়ে ছোট কাজ/ বড় কাজ সেরে আসুন যাতে পরিক্ষা চলাকালিন সময় আপনার সমস্যা না হয়।  

# # পরিক্ষার হলে আগে আগে চলে যাবেন। ট্র্যাফিক জ্যাম, আপনার বাসা, পরীক্ষার কেন্দ্রের লোকেশন উপর নির্ভর করে আগে বের হওয়াই উত্তম।


# # অনেকে পরিক্ষার কেন্দ্রের সামনে গিয়ে বই/ শিট/ কারেন্ট এফেয়ার্স পড়ে – এগুলো করা থেকে বিরত থাকুন। নিজে ফ্রেস ও কনফিডেন্ট হন এবং স্নায়ু চাপ থেকে দূরে থাকুন।


# # পরিক্ষা দেয়ার পর অতি পণ্ডিত টাইপ লোকদের  থেকে দূরে থাকুন! কত মার্কস পাবেন সেটা চিন্তা না করে পরের পরিক্ষার জন্য নিজেকে রেডি করুন।

# # মোবাইল পার্টি, নকলবাজদের পাশে পেলে বা দেখলে ধরিয়ে দিন! এভাবে ধরা খেতে থাকলে ওরা পরবর্তীতে এসব করতে সাহস পাবে না।

শেষ সময়ের প্রস্তুতি

পরিক্ষার আর আছে মাত্র কয়েকদিন এই সময় কিছু কাজ নিয়মিত করতে হবে খুব দরকার না হলে বাসার বাহিরে বের হওয়ার দরকার নেই

## যত পারেন ঘড়ি ধরে মডেল টেস্ট দিন বাসায়, এতে আপনার পরিক্ষার হলের টাইম ম্যানেজম্যান্ট করতে সুবিধা হবে আপনাকে দ্রুত পরিক্ষার উত্তর দিতে শিখতে হবে Time Management না পারলে যত ভালোই পরিক্ষার প্রিপারেশন নেন না কেন আপনার পরিক্ষা খারাপ হবে কারণ আপনি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন না সময়ের অভাবে।

## এই সময় নতুন কোন বই পড়া দরকার নাই আগের পড়া বই রিভিশন দেয়াই ভালো

## আগের বছরের পরিক্ষার প্রশ্ন-উত্তর ব্যাখ্যাসহ পড়তে হবে এক্ষেত্রে প্রশ্ন ব্যাংক, জব সল্যুশন খুব উপকারি।

## ভালো একটি ডাইজেস্ট বুক রিভিশন দেয়া যেতে পারে

## পরিক্ষার আগের দিনগুলোতে সাল, তারিখ, সংখ্যা, গণিতের সুত্র এবং কঠিন প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিন যাতে পরীক্ষার হলে উত্তর মনে থাকে।

## কঠিন এবং সহজ প্রশ্নের নম্বর সমান এটা মাথায় রেখে পড়ালেখা করুন।

## পড়াশুনার পাশাপাশি শারীরিক ব্যায়াম করুণ এতে মন ও শরীর ফুরফুরে থাকবে


## প্রার্থনা করুনআপনার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান  এবং মনের বাসনা প্রকাশ করুন। 

## পরিক্ষার আগের রাতে পড়ার দরকার নেই (ফানি মুভি দেখা যেতে পারে) চাপ মুক্ত থাকুন। জাস্ট আগে আগে খেয়ে  ঘুমিয়ে পরাই হবে বুদ্ধিমানের কাজ

## প্রশ্ন ফাঁস নিয়ে রাত জাগা বা রাতে প্রশ্ন পাওয়ার লোভে জেগে থাকাটা বোকামি ছাড়া আর কিছু না

## পরিক্ষার হলে আগে আগে চলে যাবেন। আর দয়া করে হলের সামনে যেয়ে রিউমার্সে কান দিবেন না। অনেকে পরিক্ষার কেন্দ্রের সামনে গিয়ে বই/ শিট/ কারেন্ট এফেয়ার্স পড়ে – এগুলো করা থেকে বিরত থাকুন।


## নিজে ফ্রেস ও কনফিডেন্ট হন এবং স্নায়ু চাপ থেকে দূরে থাকুন

## হতাশ ব্যক্তি, অতি পণ্ডিত টাইপ লোকদের  থেকে দূরে থাকুন!

## মোবাইল পার্টি, নকলবাজদের পাশে পেলে বা দেখলে ধরিয়ে দিন!


বেস্ট অফ লাক!