কানাডাতে নাকি স্টুডেন্ট ভিসা বন্ধ করে দিচ্ছে! একটা খবর খুব বেশি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটা হল যে কানাডাতে স্টুডেন্ট ভিসা বন্ধ করে দিচ্ছে বা কমিয়ে দিয়েছে। আসলে আসল ঘটনা টা হল –
কানাডাতে বর্তমানে কিছু শহরে (যেমন ভেঙ্কুবার, টরেন্টো) হাউসিং ক্রাইসিস চলছে মানে যে পরিমাণ মানুষজন (এবং ছাত্র-ছাত্রী) আছে সে পরিমাণের থাকার জন্য বাসা বা রুম নাই।
কানাডার হাউজিং মিনিস্টার শন ফ্রেজারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ফেডারেল সরকার বর্তমান সংকট মোকাবেলার উপায় হিসাবে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের উপর একটি ক্যাপ রাখতে ইচ্ছুক কিনা এবং তিনি বলেছিলেন যে এটি "একটি বিকল্প যা আমাদের বিবেচনা করা উচিত।" তারমানে ছাত্র-ছাত্রীদের ভিসা কমিয়ে দেয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত হয় নাই তবে তারা হাউসিং ক্রাইসিস টাকে কমানোর জন্য এটাকে একটা অপশন মনে করছেন। আর কানাডার অর্থনীতির একটা বিরাট অংশ লাভবান হচ্ছে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের টিউশন এবং অন্যান্য খরচের মাধ্যমে সো কানাডা সরকার চাইবে না তাদের একটা ইনকাম সোর্স কমিয়ে ফেলা। তাছাড়া কিছু কিছু বিশ্ববিদ্যালয় অলরেডি এই চিন্তার বিপক্ষে মতামত দিয়েছে।
তবে আমরা ধরে নেই
যদি, এই
সিদ্ধান্ত নেওয়া হয় যে
কানাডার সরকার আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের সংখ্যা কমিয়ে ফেলবে তাহলে এর
সিদ্ধান্তটা হবে
(ক্রাইসিসটাকে কমানোর জন্য) কয়েক মাসের জন্য বা স্বল্প সময়ের জন্য। ফলে
আপনারা যারা এখন ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয়েতে আবেদন করছেন এডমিশন এবং স্কলারশিপের জন্য আপনারা এই বছর
আবেদন করতেছেন মানে আগামী বছর আপনারা কানাডাতে আসবেন। তো আপনাদের জন্য এটা
দুশ্চিন্তার কারণ হওয়ার কথা
না কারণ আপনাদের ভিসা আবেদন করার সময় ওদের সিদ্ধান্ত চেঞ্জ হওয়ার কথা।
0 comments:
Post a Comment