এখন আমরা শায়েস্তা খানের আমলে বাস করতেছি।
তবে এখন ১ টাকায় ৮ মন চাল পাওয়া যায় না কিন্তু খুব সস্তায় এ প্লাস পাওয়া যায়।বিভিন্ন রকমের দুইনম্বরি করে বাচ্চারা এখন এ প্লাস পাচ্ছে আর দুর্নীতি শিখছে খুব অল্প বয়সে।পত্রিকা আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের করুণ চিত্র।
তবে এখন ১ টাকায় ৮ মন চাল পাওয়া যায় না কিন্তু খুব সস্তায় এ প্লাস পাওয়া যায়।বিভিন্ন রকমের দুইনম্বরি করে বাচ্চারা এখন এ প্লাস পাচ্ছে আর দুর্নীতি শিখছে খুব অল্প বয়সে।পত্রিকা আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের করুণ চিত্র।
পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরিক্ষা গুলোতে এত এত GPA-5 দিয়ে কি হবে? প্রশ্ন ফাঁস, পরীক্ষা হলে উত্তর বলে দেয়া, অবাধে দেখা দেখি করা, খাতায় বেশি মার্কস, ইত্যাদি এখনকার ছাত্রদের পড়ালেখার প্রতি অনাগ্রহ সৃষ্টি করছে।এখন বাংলালিংক দামে A+ দেয়া হয়।এরা কম পড়ালেখা, কম কাজের অভ্যাস হয়ে যাবে।বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে ভার্সিটির বই ঠিক মত পড়তে এদের অনেক সমস্যা হবে।
অতি সহজে GPA 5 দিয়ে আমরা ওদের ভবিষ্যত নষ্ট করছি না? আমরা কি বিশ্বে অন্যান্য দেশ থেকে পিছিয়ে পড়ছি না? আমরা কি আরও বেঁকার তৈরি করছি? আই এম জিপিএ ফাইভ পাওয়া ছাত্র/ ছাত্রীরা (I am GPA 5!) বাহিরে গেলে আমাদের দেশের ভাবমূর্তি নস্ট করবে।
0 comments:
Post a Comment