Thursday, 18 January 2018

এত এ প্লাস লইয়া আমরা কি করিবো?

এখন আমরা শায়েস্তা খানের আমলে বাস করতেছি।
তবে এখন  টাকায়  মন চাল পাওয়া যায় না কিন্তু খুব সস্তায়  প্লাস পাওয়া যায়।বিভিন্ন রকমের দুইনম্বরি করে বাচ্চারা এখন  প্লাস পাচ্ছে আর দুর্নীতি শিখছে খুব অল্প বয়সেপত্রিকা আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের করুণ চিত্র। 
সস্তা  জিপিএ ফাইভ দিয়ে হাল চোয়ানো

পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরিক্ষা গুলোতে  এত এত GPA-দিয়ে কি হবেপ্রশ্ন ফাঁসপরীক্ষা হলে উত্তর বলে দেয়াঅবাধে দেখা দেখি করাখাতায় বেশি মার্কসইত্যাদি এখনকার ছাত্রদের পড়ালেখার প্রতি অনাগ্রহ সৃষ্টি করছে।এখন বাংলালিংক দামে A+ দেয়া হয়এরা কম পড়ালেখাকম কাজের অভ্যাস হয়ে যাবে।বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে ভার্সিটির বই ঠিক মত পড়তে এদের অনেক সমস্যা হবে

অতি সহজে GPA 5  দিয়ে আমরা ওদের  ভবিষ্যত নষ্ট করছি নাআমরা কি বিশ্বে অন্যান্য দেশ থেকে পিছিয়ে পড়ছি নাআমরা কি আরও বেঁকার তৈরি করছি?  আই এম জিপিএ ফাইভ পাওয়া ছাত্রছাত্রীরা (I am GPA 5!) বাহিরে গেলে আমাদের দেশের ভাবমূর্তি নস্ট করবে।

0 comments:

Post a Comment