Saturday, 13 January 2018

কিভাবে স্কলারশিপের জন্য প্রস্তুতি শুরু করব?

আপনার যদি উচ্চ শিক্ষার জন্য উন্নত দেশে পড়াশুনা করার ইচ্ছা থাকে তাহলে আপনা উচিৎ বিশ্ববিদ্যালয় পড়া অবস্থায় প্ল্যান রা প্রথমেই কিছু প্রশ্নের উত্তর আপনাকে নিজেকে দিতে হবে। যেমন
/ আপনি স্কলারশিপ নিয়ে যেতে চান নাকি নিজের খরচ দিয়ে হলেও বিদেশে গিয়ে পড়বেন?
/ আপনি মূলত কোন দেশে যেতে চান?
/ আপনি কি পড়ালেখা করে কি সেই দেশে থেকে যাবেন?
/ উচ্চ শিক্ষা শেষ করে আপনি কি করবেন?
আপনার উচ্চশিক্ষার উদ্দেশ্য অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে।

ভালো বিশ্ববিদ্যালয়/ স্কলারশিপ পেতে হলে আপনার থাকতে হবেঃ  
¨      ভালো রেজাল্ট (3.50+ will be safe) রেজাল্ট যত কম হবে অন্যান্য বিষয় দিয়ে তত বেশি ব্যাকআপ দিতে হবে। যেমন রিসার্স/ জার্নাল পেপার বেশি করা।
¨      ভালো IELTS স্কোর  
¨      ভালো GRE & TOEFL স্কোর (For USA) ভালো GRE স্কোর থাকলে USA তে যাওয়া খুব সহজ।

>< বিশ্ববিদ্যালয় উঠে প্রথম থেকেই ভালোমত পড়াশুনা করতে হবে।

>< নিজ ডিপার্টমেন্টের সকল পরিক্ষা ইংরেজি মাধ্যমে দিবেন এতে আপনার ইংলিশ রাইটিং স্কিল অনেক ভালো হয়ে যাবে।


>< নিজ বিভাগের শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে।
>< শিক্ষকদের সাথে লেখালিখি (রিসার্স/ জার্নাল পেপার) করতে পারলে খুব ভালো।

>< বিশ্ববিদ্যাল এর বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থাকবেন এতে আপনি হয়ে উঠবেন মাল্টি ডাইমেনশনাল। আর কার্যক্রমের সাথে একটিভ থাকলে আপনার অনেক ধরনের Leadership, Communication স্কিল বাড়বে।

আরও পড়ুনঃ

0 comments:

Post a Comment