Saturday, 13 January 2018

কখন থেকে বিসিএস ব্যাংক চাকরির পড়াশুনা শুরু করব?

আমি বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষের ছাত্র/ ছাত্রী আমি আমার ক্যারিয়ার গড়ার জন্য কিভাবে আগাবো

কখন থেকে বিসিএস/ ব্যাংক চাকরির জন্য পড়া শুরু করব?

এমন প্রশ্ন অহরহ আমাদের কাছে আসে। এখন বিসিএস উন্মাদনায় অনেকে বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষ থেকে চাকরির পড়াশুনা শুরু করতে চায়।

চাকরির পড়াশুনা শুরু মোক্ষম সময়ঃ
বিসিএস বা ব্যাংক চাকরির জন্য ৩য়/ ৪র্থ বর্ষের শুরু থেকে পড়া উচিৎ। 


বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকে টিউশনি করতে হবে/ কোচিং সেন্টারে ক্লাস নিতে হবে ক্লাস - ১২ এর ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান পড়াতে হবে। এতে আপনার টাকা পয়সা কামানো হল পাশাপাশি চাকরির পড়াশুনায় হেল্প হল কারণ বিসিএস বা ব্যাংক চাকরি পরীক্ষার প্রশ্ন এই সব বই থেকেও আসে। 
আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষ থেকে চাকরির পড়াশুনা শুরু করেন তাহলে আপনার প্রায় একই পড়া - বছর পড়তে হবে। এতে আপনি শেষ সময়ে বিরক্ত হয়ে যাবেন। পড়ালেখাকে তিতা মনে হবে।


আর সাথে সাথে নিজ ডিপার্টমেন্টের পড়াশুনা করতে হবে। মিনিমাম সিজিপিএ না থাকলে তো আপনি অনেক চাকরিতে আবেদনই করতে পারবেন না। কমপক্ষে .২৫ রাখবেন। এছাড়া ভালো (CGPA 3.25 minimum) থাকলে চাকরির ভাইভায় একটা ভালো ইম্প্রেশন তৈরি হয়।

নিজ ডিপার্টমেন্টের সকল পরিক্ষা ইংরেজি মাধ্যমে দিবেন এতে আপনার ইংলিশ রাইটিং স্কিল অনেক ভালো হয়ে যাবে।


ভার্সিটির ক্যারিয়ার ক্লাবে যোগদান করবেন এবং সেখানে একটিভ থাকবেন। এধরনের ক্লাব বিভিন্ন জব ফেয়ার করে, সেখানে নিজের সিভি ড্রপ করলে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

1 comments: