বিসিএস বা ব্যাংক পরীক্ষার দিন থেকে সব জায়গায় একটা প্রশ্ন - কাট মার্কস কত?
একজন সাধারণ লোক কিভাবে সহজে এই উত্তর দিবে? আর তার উত্তরটা কতটুকু যুক্তিযুক্ত? ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা পেইজে এই কাট মার্কস নিয়ে আলোচনা, সমালোচনা, ডিবেট আর আরো কত কিছু!
যে কোন চাকরি
(বিসিএস, ব্যাংক) পরিক্ষার কাট মার্কস কত সেটা নির্ভর করে সেই পরিক্ষার প্রশ্নের উপর এবং কত জন পরিক্ষা দিয়েছে সেটার উপর। এই পরিক্ষা পত্র যারা দেখছেন এবং যাচাই করছেন তারাই মূলত কাট মার্কসের সম্পর্কে জানবে। আসল কাট মার্কসের তথ্য অন্য কেউর জানার কথা না।
তাই আমাদের উচিৎ পাশ/ফেলের কথা না চিন্তা করে সামনের দিকে আগানো।
# অন্য পরীক্ষার পড়াশুনা করা।
# লিখিত পরীক্ষার প্রিপারেসন নেয়া।
আগাম পড়ালেখা করে রাখলে ভালোই হবে আমাদের জন্য।
0 comments:
Post a Comment