কিভাবে আপনার পরিক্ষার হল আগে থেকে খুজে বের করবেন?
বিভিন্ন
পরিক্ষা দিতে গিয়ে আমাদের পরিক্ষার হল খুঁজতে হয় এবং এটা খুব বিরক্তিকর। কারণ, কেন জানি পরিক্ষার হলগুলো আমাদের বাসা থেকে অনেক দূরে হয়। এক্ষেত্রে পরিক্ষার সময়, পরিক্ষার হলের অবস্থান, ট্র্যাফিক জ্যাম ইত্যাদি খেয়াল রাখতে হবে।
কোনও কারণে পরিক্ষার হলে যেতে দেরি হলে – হবে মাথা গরম,
খারাপ হবে অনেক পড়াশুনা করা পরীক্ষাটি যেটার জন্য আপনি অনেক রাত দিন
ব্যয় করেছেন।
তাই
আগে থেকে আপনরা পরিক্ষার হলের লোকেশন সম্পর্কে
জেনে নিন গুগল ম্যাপ থেকে।
প্রথমে
আপনাকে Google Map এড্রেস
এ যেতে হবে এবং সার্চ করবেন আপনার পরিক্ষার কেন্দ্রকে বা এই ডিরেকশনে (সাইনে) যাবেন।
তারপর আপনরা লোকেশন এবং পরিক্ষার কেন্দ্র দিয়ে সার্চ করতে হবে।
এরপর আপনি এমন কিছু দেখতে পাবেনঃ
(বড় করে দেখার জন্য ম্যাপটি উপর ক্লিক করুন)
এই ম্যাপে আপনি বুঝতে পারবেন কোন রাস্তা দিয়ে যাওয়া যায়/ যাওয়া ভালো।
বিশেষ করে গুলিস্তান/
যাত্রাবাড়ী/
এয়ারপোর্ট রোডে সব ধরণের বাস পাওয়া যায়।
গুড লাক!
0 comments:
Post a Comment