Saturday, 3 October 2015

বিশ্ববিদ্যালয়ে কি করা উচিত না

বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে অনেকের অনেক ফ্যান্টাসি কাজ করে। অনেকগুলো ফিলিংস এক সাথে কাজ করে। মাত্র কলেজ জীবন থেকে পার হওয়া। এই সময় সহজে অনেক ভুল করা হয়ে যেতে পারে তাই সাধু সাবধান!

যে সকল কাজ করা যাবে না


কারো সাথে বেয়াদবি করবে না। এর সাজা একদিন সেই ক্যাম্পাসেই পেতে হবে।
২ - মদ/ গাজা/ সিগারেট থেকে দূরে থাকুন। কারো সাথে রাগ/ অভিমান বা চ্যালেঞ্জ করেও এগুলোতে হাত দিবে না।
ভাব দেখাবে না। এটা তোমার নিচু মন মানসিকতার প্রমান দিবে।
রাজনীতি এবং প্রেম দুটোই ভয়ংকর, সাবধান !
নেগেটিভ কথা বলে এমন মানুষ হতে দূরে থাকবে।



0 comments:

Post a Comment