Saturday, 3 October 2015

বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে কি করা উচিত

কলেজ জীবন থেকে পার হয়ে নতুন অধ্যায় বিশ্ববিদ্যালয় জীবন।  ইহা এক বড় অধ্যায়! এখান থেকে তুমি হতে পার বিখ্যাত/কুখ্যাত বা নোবডি। তাই ভেবে চিন্তে কাজ করা উচিত।

কি করতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে

নিজের ডিপার্টমেন্টের খোঁজ-খবর রাখতে হবে।    
সবার  সাথে সুসম্পর্ক রাখবে। এটা ভবিষ্যতে কাজে লাগবে।
স্যাররা যেসব রেফারেন্স বইয়ের নাম দিবে সেগুলো কাছে রাখবে ।
১ম/২য় স্থান অধিকারী বড় ভাই/ আপু সাথে পরামর্শ করবে ও তাদের থেকে নোট নিবে ।
ডিপার্টমেন্টে কোন দায়িত্ব পেলে খুব ভালোভাবে তা সম্পন্ন করবে।

কি করা উচিত

১ - extra co-curricular activities  এর সাথে জড়িত থাকবে। কারণ এটা তোমার মন, শরীরকে ফ্রেশ ও প্রাণবন্ত রাখবে। তোমার মানসিক উন্নয়নে কো-কারিকুলারের ভুমিকা অনেক।
NGO Job ও বিদেশে স্কলারশিপে এর ভুমিকা অনেক।
কিছু সংঘের নামঃ  আইটি ক্লাব, ট্যুরজম ক্লাব, বাঁধন ইত্যাদি।  

২ - হলে থাকলে রাজনৈতিক বড় ভাইদের  সাথে সম্পর্ক রাখা উচিত।  

টিউশনি করে কিছু ইনকাম J

0 comments:

Post a Comment