Saturday, 15 August 2015

আকাশে বিদ্যুৎ চমকায় কেন?

প্রশ্নঃ আকাশে বিদ্যুৎ চমকায় কেন?

ক. দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
খ. মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।

সঠিক উত্তরঃ  মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।


কারণঃ আকাশে বিদ্যুৎ চমকায় আকাশের মেঘগুলি বিদ্যুৎকণিকায় পূর্ণ হওয়ার কারণ। কোনো মেঘে আছে পজেটিভ বিদ্যুৎ আর কোনো কোনো মেঘে আছে নেগেটিভ বিদ্যুৎ। অনেক সময়ে একই মেঘে দুরকম বিদ্যুৎ থাকতে পারে। একাধিক মেঘের বা একই মেঘের মধ্যেকার বিপরীতধর্মী বিদ্যুৎকণাগুলি (ধনাত্নক ঋণাত্নক চার্জযুক্ত) পরস্পর মিলিত হবার চেষ্টা করে। যখন তাদের এই প্রচেষ্টা সব বাধাকে অতিক্রম করে তখনই বিদ্যুৎস্ফুরণ ঘটে এবং উজ্জ্বল আলোকে (বিদ্যুৎ চমকানো) আমাদের চোখ ধাঁধিয়ে যায়। 

1 comments: