Tuesday, 26 May 2015

কবি নজরুল ইসলাম ছিলেন জয় বাংলার কবি

কবি নজরুল ইসলাম জয় বাংলার মূল উদ্ভাবক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন (১১৬তম জন্মজয়ন্তীতে)  আমরা মুক্তিযুদ্ধের সময় যে জয় বাংলা স্লোগান দিতাম সেটি কবি নজরুলের একটি কবিতা থেকে বঙ্গবন্ধু নিয়েছিলেন। বঙ্গবন্ধু কবি নজরুলের 'জয়বাংলা' শব্দমালা ধারণ করেন মনের মণিকোঠায়।   

বিদ্রোহী কবি কাজী নজরুল ছিলেন মানবতার কবি, ঝিঙ্গে ফুলের কবি, দোলনচাঁপার কবি, সাম্যের কবি, মুক্তিযুদ্ধের কবি। এখন অনেকে নজরুলকে জয় বাংলার কবি বলে থাকেন।   

কোন কবিতা থেকে জয় বাংলা শব্দটি/ কথাটি নেয়া হয়েছে?

জয়বাংলা' শব্দটি প্রথম প্রয়োগ আমরা দেখতে পাই কাজী নজরুল ইসলামের ভাঙ্গার গান কাব্যগ্রন্থের পূর্ণ অভিনন্দন শীর্ষক একটি কবিতায়। কবিতাটির একটি অংশে কবি লেখেন: 

জয় বাঙলার পূর্ণচন্দ্র,জয় জয় আদি অন্তরীণ,
জয় যুগে যুগে আসা সেনাপতি
, জয় প্রাণ অন্তহীন।   


পরবর্তীতে জাতির জনক শেখ মুজিবুর রহমান কবি নজরুলের এই লাইনটির প্রতি অণুপ্রাণিত হয়ে এই স্লোগানটি ব্যবহার করেন।

1 comments: