Saturday, 18 April 2015

কামরুল হাসান সম্পর্কে জেনে নিন

কামরুল হাসান এ দেশের একজন খুব নামকরা চিত্রশিল্পী। তার প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান (এ এস এম কামরুল হাসান)তার চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতির মিশ্রণ ঘটায় তিনি পটুয়া কামরুল হাসান নামে পরিচিতি লাভ করেন।

১৯২১ সালে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। ডাকনাম সাতন। কামরুল হাসান ছিলেন মুক্তিযুদ্ধা তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য ও বেতার দপ্তরের শিল্প বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেন। এগার বছরেরও বেশি সময় তিনি শিক্ষকতা করেন গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টসে (বর্তমান চারুকলা ইনস্টিটিউট)। 


তার বিখ্যাত কর্মঃ
# তিনি শিবনারায়ণ দাশের ডিজাইনকৃত জাতীয় পতাকার চূড়ান্ত নকশা বা বর্তমান রূপ দেন।

# বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরি করার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। 

# ইয়াহিয়ার দানবমূর্তিসংবলিত পোস্টার  - এই জানোয়ারদের হত্যা করতে হবে।

# স্বৈর শাসক এরশাদকে নিয়ে একটি স্কেচ/কার্টুনচিত্র আকেন  দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে শিরোনামে।

# তাঁর তিনকন্যা নাইওর চিত্রকর্ম অবলম্বনে যথাক্রমে যুগোশ্লাভীয়া সরকার (১৯৮৫) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) দুটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে। 

Source: banglapedia

0 comments:

Post a Comment