জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগের বাছাই পরীক্ষার পূর্বের বছরের (২০১২) প্রশ্ন সমাধান
১. ড মুহম্মদ
শহিদুল্লাহের মতে, চর্যাপদের ভাষা –
বঙ্গ কামরূপী
২.
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারক –
বসন্তরঞ্জন রায়
৩. দৌলত উজির
বাহরাম খানের জন্মস্থান –
চট্রগ্রাম
৪. কলিকাতা
বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় –
১৯৩৬
৫. কল্লোল
পত্রিকা প্রথম মুদ্রিত হয় –
১৯২৩ সালে
৬. বেনের মেয়ে
উপন্যাসের রচয়িতা -
হরপ্রসাদ শাস্ত্রী
৭. ঠকচাচা চরিত্রটি কোন
গ্রন্থভুক্ত?
আলালের ঘরের দুলাল
৮. মীর মশাররফ হোসেনের জন্মস্থান –
লাহিনী পাড়া (কুষ্টিয়া)
৯. রামগরুড়ের ছানা বলতে কি বোঝায়?
গোমড়ামুখো লোক
১০. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে –
অক্ষর
১১. আহ্বায়ক শব্দের প্রমিত উচ্চারণ কি?
আওভায়ক্
১২. তণ্ডুল অর্থ
চাল
১৩. বাবা শব্দের উৎস ভাষা –
তুর্কি
১৪. ঊনসত্তরের গণঅভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস –
চিলে কোঠার সেপাই
১৫. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
জলাঙ্গী
১৬. মধুসূদন দত্তের তিলোত্তমাসম্ভব কাব্য একটি -
কাহিনী কাব্য
১৭. মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থের কবি -
আহসান হাবীব
১৮. নবান্ন নাটক লিখেছেন -
বিজন ভট্টাচার্য
১৯. বিটপী শব্দের সমার্থক নয় –
তৃণ
২০. শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই – এখানে ‘ভুঁই’কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
২১. নজরুলের বিদ্রোহী কবিতা ১ম কোথায় প্রকাশিত হয়?
সাপ্তাহিক বিজলীতে
২২. সাপের খোলস - এক কোথায়
প্রকাশ
নির্মোক
২৩. রবীন্দ্রনাথের লেখা নাটক নয় –
দুই বোন
২৪.ইঁদুর কার বিখ্যাত ছোট গল্প –
সোমেন চন্দ
২৫.‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রসঙ্গীত ১ম কত পঙক্তি জাতীয় সংগীত হিসেবে
স্বীকৃত?
১০
২৬ which one is present
perfect tense?
I have
read
২৭ proclaim means –
Announce
২৮ he is good – fishing.
At
২৯ john is as cunning as - .
Fox
৩০ we discussed the hazardous journey ahead of us. Here
‘hazardous’ means-
Dangerous
৩১ camouflage means -
disguise
৩২ which one is different from the rest?
Tree
৩৩ what is the antonym of cowardice?
Bravery
৩৪ what is the synonym of bold?
Brave
৩৫ which one is masculine gender?
Ox
৩৬ which one is feminine gender?
Nun
৩৭ Which one is in singular number?
Criterion
৩৮ which one is in plural number?
Oxen
৩৯ De facto means
In
fact
৪০ The word ‘independence’ is:
A noun
৪১ At a stretch means -
Without
break
৪২ I called for his explanation. Here call for
means
Demand
৪৩ posterity means -
Later
generation
৪৪ what is the noun form of stupid?
Stupidity
৪৫ he was accused – theft.
of
৪৬ The word ‘respond’ is:
A verb
৪৭ which is the correct spelling
Commitment
৪৮ Genocide means
Mass
killing
৪৯ Which one is connected to complain?
Lodge
৫০ White colour job means
A job without manual labour
৫১
- ৭৫
৭৬.অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন?
অধ্যাপক ইউসুফ আলী
৭৭. কোনটি সাংবিধানিক পদ নয় –
চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড
৭৮.১৭ মার্চ, ১৯২০ কি কারণে স্মরণীয়?
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস
৭৯. বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম
করেছে?
কর্কটক্রান্তি রেখা
৮০.২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সনে গৃহীত
হয়?
১৯৯৯
৮১. নোয়াখালীর পূর্ব নাম –
সুধারাম
৮২. ছয়দফা কে ঘোষণা করেন?
শেখ মুজিবুর রহমান
৮৩. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
১৩৬তম
৮৪. সংবিধানের ৩য় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবত করার জন্য
সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে?
১০২
৮৫. ক্রিকেটে বাংলাদেশ
কোন সালে টেস্ট মর্যাদা পায়?
২০০০
৮৬. MDG অর্জনের জন্য কোন সন নির্ধারিত?
২০১৫
৮৭. জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায়?
জেনেভা
৮৮. সবচেয়ে তেল রিজার্ভ রয়েছে কোন দেশে?
ভেনেজুয়েলা
৮৯. ইংলিশ চ্যানেল কোন ২ মহাসাগরকে যুক্ত করেছে?
আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর
৯০. মনপুরা ৭০ কি?
একটি চিত্রকর্ম
৯১. সিরডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ঢাকা
৯২. মেক্সিকো ও
যুক্তরাস্ট্রকে বিভক্তকারী সীমারেখা –
সনোরা লাইন
৯৩. ফ্রান্সের নতুন প্রেসিডেন্টের নাম কি?
ফ্রাসোয়া ওলাদ
৯৪. ট্রয় নগরী কোথায় অবস্থিত?
তুরস্ক
৯৫. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন ২টি দেশের মধ্যে ?
মিশর ও ইজরাইল
৯৬. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রমে
সাজানো নির্দেশিকাকে কি বলা হয়?
প্রোগ্রাম
৯৭. সবচেয়ে হালকা গ্যাস কোনটি –
হাইড্রোজেন
৯৮. মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হলে কি বলে –
স্ট্রোক
৯৯. সূর্যের প্রখর তাপে গরম হয়না কোনটি?
গাছের পাতা
১০০. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?
পারদ
Source: Professors Job Solution
0 comments:
Post a Comment