মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. এম এ জি ওসমানী
সঠিক উত্তরঃ বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান
তাজউদ্দিন আহমেদ ব্যাখ্যা দিয়েছেন: Commander-in-chief র বাংলা তরজমা কিন্তু সর্বাধিনায়ক নয়, প্রধান সেনাপতি। আমাদের সরকার সামরিক নয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়
তিনবাহিনীর তিনজন প্রধান থাকেন। রাষ্ট্রপ্রতি তিন বাহিনীর সমন্বয়ক হিসেবে তিনিই হন
সর্বাধিনায়ক। (Source:
একাত্তরের রণাঙ্গন অকথিত কিছু কথা লেখক: নজরুল ইসলাম, অনুপম প্রকাশনী 1999)
মুক্তিযুদ্ধে এস ফোর্সের প্রধান ও
সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ বলেন, “অনেকেই
এই ভুলটা করছেন। এর কিছু ইচ্ছাকৃত, কেউ ভুল করে করেন।
একটি দেশ আর যুদ্ধের সর্বাধিনায়ক সবসময় রাষ্ট্রপতি। এম এ জি ওসমানী ছিলেন
মুক্তিফৌজের প্রধান সেনাপতি”.
যেহেতু রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,তিনিই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক (Supreme
Commander)।
0 comments:
Post a Comment