Sunday, 12 April 2015

বিসিএস প্রিলি পরীক্ষার প্রস্তুতি ও পরামর্শ

বাংলাদেশের সেরা সরকারি চাকরি হল বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার জব। এজন্য মেধাবীরা এ পরীক্ষার জন্য হুমড়ি খেয়ে পড়ে। তবে বিসিএস পরীক্ষা প্রস্তুতির আগে এর সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে, তা না হলে শুধুই পড়া হবে ভালো প্রস্তুতি হবে না। 
                          
গত কয়েকটা  বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন একটু খেয়াল করলেই বুঝা যায় যে, বিসিএস প্রিলি পরীক্ষা আগের মত সহজ হবে না। প্রশ্ন হবে কঠিন এবং  ক্রিটিকাল। তাই খুব বুঝে শুনে আমাদের আগাতে হবে। 


বিসিএস  প্রস্তুতি


নতুন সিলেবাস অনুযায়ী নম্বর বিভাজন

বাংলা ভাষা ও সাহিত্যে - ৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্যে - ৩৫,
বাংলাদেশ বিষয়াবলি - ৩০,
আন্তর্জাতিক বিষয়াবলি - ২০
ভুগোল,পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় - ১০  
সাধারণ বিজ্ঞানে
- ১৫,
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - ১৫,
গাণিতিক যুক্তি - ১৫,
মানসিক দক্ষতা - ১৫
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন - ১০  


বিষয়ভিত্তিক পরামর্শ: আগে কঠিন বিষয় দিয়ে শুরু করতে পারেন। 



# কমন বইসমুহ - যেগুলো কাছে রাখতেই হবেঃ 
বাজারে যাচাই করে ১ সেট বই  (প্রফেসরস,  অরাকল, এমপিথ্রি, )
জব সল্যুশন    
বোর্ড বই
নতুন একটি প্রিলিমিনারি ডাইজেস্ট 

১) সাধারণ বিজ্ঞান:
সাধারণ বিজ্ঞান বই ক্লাস ৮, ৯ ও ১০  
জব সল্যুশন
- বিগত বছরেপ্রশ্ন (বিসিএস এবং অন্যান্য)  

২) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি:
তথ্য ও প্রযুক্তি (ICT) বই ক্লাস  ৯ -১০/  ১১-১২
জব সল্যুশন বিগত বছরের প্রশ্ন (বিসিএস এবং অন্যান্য)  

৩) বাংলাদেশ বিষয়াবলি + আন্তর্জাতিক বিষয়াবলি:
জব সল্যুশন বিগত বছরের প্রশ্ন (বিসিএস এবং অন্যান্য)    
কারেন্ট অ্যাফেয়ার্স
পত্রিকা

৪) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা:
সাধারণ গণিত  বই ক্লাস ৮, ৯ ও ১০  
Saifur’s Math/ প্রফেসরসের গণিত স্পেশাল
প্রফেসরস গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
জব সল্যুশন বিগত বছরের প্রশ্ন (বিসিএস এবং অন্যান্য)  

পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার  করা যাবে না।

৫) বাংলা ভাষা ও সাহিত্য:
সোমিত্র  শেখরের বই বিষয় বাংলা

লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী - লেখক হুমায়ুন আজাদ
বাংলা ব্যকরন  ক্লাস ৯ ও ১০  
জব সল্যুশন বিগত বছরের প্রশ্ন (বিসিএস এবং অন্যান্য)  

৬) ইংরেজি ভাষা ও সাহিত্য:  
English for Competitive exam – Professor’s
An ABC of English Literature 
জব সল্যুশন বিগত বছরের প্রশ্ন (বিসিএস এবং অন্যান্য)  

) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব),পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
ভূগোল বই ক্লাস  ৯ ও ১০  
সিলেবাস অনুযায়ী বাজারের  Reference পড়া যেতে পারে।

) নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
পৌরনীতি ১ম পত্র (কলেজ লেবেলের বই)

সিলেবাস অনুযায়ী বাজারের  Reference পড়া যেতে পারে।



আশা করি আসন্ন বিসিএস প্রিলি পরীক্ষার প্রস্তুতিতে আমাদের পরামর্শ আপনাদের কাজে লাগবে।  

*** বিসিএস পরীক্ষার পূর্ণ সময় দেয়া হবে ২ (দুই) ঘণ্টা। এই পরীক্ষায় মোট ২০০টি (দুইশত) প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১(এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।

#আমার সিজিপিএ কম আমার কি চাকরি হবে?  আমার কি বিসিএস হবে ?

বিসিএসের জন্য দুর্বল সিজিপিএতে কোন সমস্যা নাই।  তবে  কিছু বেসরকারি চাকরিতে 3.25/ 3.50 দরকার হয়।  

0 comments:

Post a Comment