Friday, 24 April 2015

৩৫তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান – নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

৩৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের উত্তর
বিষয়- নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

১.নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
 সুশাসনের

২.সুশাসন শব্দটি প্রথম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে -
বিশ্বব্যাংক

৩. Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
টেকসই উন্নয়ন

৪.আইনের চোখে সব নাগরিক সমান।বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
ধারা ২৭

৫.সহস্রাব্দ উন্নয়র লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে-
সুশাসনের অর্থনৈতিক দিক

৬.সুশাসনের পূর্বশর্ত হচ্ছে-
অপশনে আছেঃ

মত প্রকাশের স্বাধীনতা
নিরপেক্ষ আইন ব্যবস্থা
নিরপেক্ষ বিচার ব্যবস্থা
প্রশাসনের  নিরপেক্ষতা

ব্যাখ্যাঃ  সবগুলো হওয়ার কথা।

৭.সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?
উপরের সবগুলো (আইনের শাসন, নৈতিকতা, সাম্য)

৮.মূল্যবোধ কী?
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

৯.মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
ঐচ্ছিক ক্রিয়া

১০.নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?

সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন

0 comments:

Post a Comment