Friday, 24 April 2015

৩৫তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান – কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

৩৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের উত্তরবিষয়-কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


১. পারসনাল কম্পিউটার যুক্ত করে তৈরি হয় -
Network

২. প্রোগ্রামে থেকে কপি করা ডাটা থাকে -
RAM

৩. Oracle Corporation এর প্রতিষ্ঠাতা -
Lawrence J. Ellison

৪. 4G ক্ষেত্রে 3G তে আতিরিক্ত বৈশিষ্ঠ
ব্রডবেন্ড ইন্টারনেট সেবা

৫. কোনটি অপারেটিং সিস্টেমের ওপেন সোস প্ল্যাটফম-
android

৬. টুইটার তৈরি হয় -
২০০৬ সালে

৭. কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ -
উপরের সবগুলো (Data Definition Language, Data Manipulation Language, Query Language)

. MICR এর পূর্ণরূপ কি?
Magnetic Ink Character Reader

৯. কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা ঊত্তোলনের পদ্ধতিকে কি বলে?
Read

০. কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়?
web browser

১. কোন সাইটটি কেনা-বেচার জন্য নয় -
google.com

১২. একটি প্রতিষ্ঠান ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হল-
উপরের সবকটি (অর্থ সাশ্রয়, সময় সাশ্রয়, স্থান সাশ্রয় )

৩. backup প্রোগ্রাম বলতে কি বুঝানো হয়?  
নির্ধারিত ফাইল কপি করা।

৪.কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
সিলিকন

৫. Scanner কি ধরনের যন্ত্র?
Input  

0 comments:

Post a Comment