Friday, 24 April 2015

৩৫তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান - বাংলা

৩৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের উত্তর 

বিষয় - বাংলা


1. পুরষ্কার -বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার! বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে -
দুটোয় অশুদ্ধ

2.নিচের কোন বানানটি  শুদ্ধ?
মনীষী

3. কোন বাক্যটি শুদ্ধ?
দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

4. Consumer goods -এর উপযুক্ত বাংলা পরিভাষা কী ?
ভোগ্যপণ্য

5. জল শব্দের সমার্থক নয় কোনটি?
জলধি

6. কোন শব্দ জোড়া বিপরীতার্থক নয় ?  
হৃষ্ট-পুষ্ট

7. পরশ্ব অর্থ কি?
পরশু।

8.মৌলিক স্বরধ্বনি কতটি?


9. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিন্মোক্ত কোন উপায়ে
লিঙ্গ পরিবর্তন দ্বারা

10. লবণ শব্দের বিশেষ্য কোনটি ?
ব্যাখ্যাঃ লবণ শব্দটি নিজেই বিশেষ্য এর বিশেষণ লবণাক্ত

11. কোনটি বাক্যের গুণ নয়?
আসক্তি

12. কোনটি প্রত্যয় সাধিত?
খন্ডিত

13. দ্বৈপায়ন এর সন্ধিবিচ্ছেদ -  
দ্বীপ+অয়ন

14. জজ সাহেব কোন ধরনের সমাস?
 কর্মধারয় সমাস

15. কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়?
প্রাতিপদিক

16. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে
কাহ্নপা

17.প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
দোহাকোষ

18. তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কী ?  
ঠোটের পরশে পান লাল হইল

19. হপ্তপয়কর কার লেখা?
সৈয়দ আলাওল

20. মঙ্গলকাব্যের কবি নন কে?
দাশু রায়।

21. সমাচার দর্পন  পত্রিকার সম্পাদক কে ?
জন ক্লার্ক মার্সম্যান

22. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী?
আত্মচরিত

23. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস কোথায়?
খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ  গ্রামে।

24 তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ?
প্রমথ চোধুরী

25.প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
কৃষ্ণকুমারী

26. কপাল কুন্ডলা  কোন প্রকৃতির রচনা?
রোমান্সমূলক উপন্যাস

27. কোনটি রবীন্দ্ররচনার অন্তগত নয়?
অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার
আত্মদান

28. দ্রোপদী কে?
মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী

29. মিলির হাতে স্টেনগান গল্পটি কার লেখা?
আখতারুজ্জামান ইলিয়াস

30. অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ?
শেখ মুজিবুর রহমান

31. প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণেগীতিকার কে?
শেখ ওয়াহিদ

32. মাটির ময়না চলচিত্রের নির্মাতা কে?
তারেক মাসুদ

33. হুলিয়া কার রচিত কবিতা ?
নির্মলেন্দু গুন

34. নিচের কোন সাহিত্যক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
সোমেন চন্দ

35. মুক্তযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে-  

সুনীল গঙ্গোপাধ্যায়ের পূব-পশ্চিম

0 comments:

Post a Comment